শরীফুল ইসলাম || নতুন বছরের শুরুতেই দেখা দিয়েছিল প্রথম শৈত্যপ্রবাহ। এর পর থেকেই ধীরে ধীরে জেঁকে বসতে শুরু করেছে শীত। গত কয়েকদিন ধরে দেখা নেই সূর্যের। এতে করে সারা দেশে শীতের মাত্রা আরও বেড়েছে। দেশব্যাপী এই তীব্র শীতের মধ্যেই বৃষ্টির আভাস দিয়েছিলো আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিলো,পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায়, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এরই মধ্যে খুলনায় আজ বুধবার (১৮ জানুয়ারী)সকাল ৯টা থেকে বৃষ্টি শুরু হয়েছে।খুলনা নগরীতে গত সপ্তাহেই বেড়েছে শীতের তীব্রতা সেই সাথে এক পশলা বৃষ্টি আর ঠাণ্ডা বাতাস শীতের মাত্রাকে বাড়িয়ে দিয়েছে দ্বিগুণ।
এদিন তাপমাত্রা খুব একটা নিচে না নামলেও কনকনে ঠাণ্ডা অনুভব হচ্ছে।সকাল সাড়ে আটটার দিকে তাপমাত্রা ছিলো ১৫ ডিগ্রি সেলসিয়াস।অসময়ের বৃষ্টিতে স্থবির হয়ে পড়েছে নগরীর জনজীবন। প্রচণ্ড শীতে গবাদি পশু এবং হাঁস-মুরগি নিয়ে বিপাকে পড়েছে লোকজন। শীতে থেমে থেমে হওয়া বৃষ্টিতে রাস্তাঘাটে মানুষের তেমন চলাফেরা চোখে পড়ল না।
আবহাওয়া অফিস বলছে,আজ বৃহস্পতিবার খুলনা বিভাগের দু-এক জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। পরদিন শুক্রবার খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। কোথাও কোথাও কুয়াশা দুপুর পর্যন্ত থাকতে পারে।কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন ও সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।