গোপালগঞ্জ প্রতিনিধি || চিকিৎসা সেবায় প্রতিবন্ধকতা সৃষ্টিকারী এবং রোগী বাগিয়ে নিয়ে যাওয়া দালালদের ধরতে গোপালগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে অভিযান চালিয়েছে মেডিকেল প্রশাসন ও জেলা প্রশাসন।
গত মঙ্গলবার দুপুরে হাসপাতালে অভিযান চালিয়ে ৭ জনকে আটক হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করে মুচলেকায় ছেড়ে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন- গোপালগঞ্জ সিভিল সার্জন মোহাম্মদ জিল্লুর রহমান, হাসপাতালের তত্ত্বাবধায়ক জীবিতোশ বিশ্বাস, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিপা বেপারি, মেডিকেল অফিসার এসএম সাকিবুর হাসান প্রমুখ।
গোপালগঞ্জ সিভিল সার্জন মোহাম্মদ জিল্লুর রহমান বলেন, হাসপাতালে ঢুকে শহরের বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকের কর্মচারীরা রোগীদের ভাগিয়ে নিয়ে যায় দালালেরা।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।