অতনু চৌধুরী(রাজু)বাগেরহাট প্রতিনিধি || বাগেরহাট জেলা শাখা জাগ্রত সাংবাদিক সংগঠন(জেএসএস) এর (২০২৪—২০২৫) এর আংশিক কমিটি গঠন করা হয়েছে। ১৭ জানুয়ারী ২০২৪ ইং তারিখে জাগ্রত সাংবাদিক সংগঠন(জেএসএস) এর চেয়ারম্যান আবু তালেব এর নির্দেশক্রমে জেএসএস এর সভাপতি মোঃ সিরাজুল ইসলাম ও জেএসএস এর সহ-সভাপতি মোঃ তরিকুল ইসলাম এ নতুন কমিটির অনুমোদন দেন।
নতুন কমিটির নেতৃবৃন্দরা হলেন,আব্দুল্লাহ ফারুক(সভাপতি),মোঃ আবু বকর সিদ্দিক(সহ-সভাপতি), খান আশিকুজ্জামান(সাধারন সম্পাদক),হাফিজুর সরদার(যুগ্ম সাধারন সম্পাদক),আতিয়ার রহমান(সাংগঠনিক সম্পাদক),আর,জে সুমন(অর্থ সম্পাদক),মল্লিক শেখ জামান(আইন বিষয়ক সম্পাদক),লায়লা সুলতানা(মহিলা বিষয়ক সম্পাদক),শেখ নাঈম ইসলাম রাতুল(আইটি সম্পাদক),মোঃ খালিদ হাসান(প্রচার সম্পাদক),সরদার মহিদুল ইসলাম(দপ্তর সম্পাদক),উজ্জ্বল কুমার দাস(সমাজ কল্যান সম্পাদক),এস,কে বাদশা(প্রকাশনা সম্পাদক), আকাশ কুমার(ধর্ম বিষয়ক সম্পাদক)শেখ মেহেদী হাসান জিকো(আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক),সাইফুল আলম(প্রশিক্ষন সম্পাদক),মোঃ রাজু তালুকদার(তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক),মোঃ মোশাররফ হোসেন(ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক),কামরুল ইসলাম টুটুল(সদস্য), অতনু চৌধুরী রাজু(সদস্য),এস,এম হুমায়ুন (সদস্য)।
জাগ্রত সাংবাদিক সংগঠন(জেএসএস) এর বাগেরহাট জেলা কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দ’কে নানান শ্রেণী-পেশার মানুষ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। নেতৃবৃন্দও সকলের দোয়া ও আর্শীবাদ কামনা করেছেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।