খুলনার খবর || গতকাল ১৮ জানুয়ারী খুলনার দিঘলিয়া উপজেলার ঐতিহ্যবাহী সরকারি সেনহাটী মাধ্যমিক বিদ্যালয়ের আড়ম্বরপূর্ণভাবে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মোঃ ফরহাদ হোসেন।প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব সারোয়ার খাঁন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো.আলতাফ হোসেন।বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা কে এম সাখাওয়াত হোসেন ও বীর মুক্তিযোদ্ধা মো.ইদ্রিস আলী হাওলাদার।
বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম , সহকারী শিক্ষক লিলি আক্তার,ও সহকারী শিক্ষক মো: সাজ্জাদ হোসেন।
শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন সিরাজুম মুনিরা তাসনিম,রৃহে জান্নাত।প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার।এ সরকারের আমলে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্ধ প্রদান করা হয়েছে।বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তর করতে চেষ্টা করে যাচ্ছেন।
তাঁর প্রেক্ষিতে শিক্ষা ক্ষেত্রে নতুন কারিকুলাম জারি করা হয়েছে।আমরা বিশ্বাস করি নতুন শিক্ষা কারিকুলামের মাধ্যমে শিক্ষার্থীরা জীবনমূখি শিক্ষা লাভ করে স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে সক্ষম হবে।শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।