অতনু চৌধুরী(রাজু)বাগেরহাট জেলা প্রতিনিধি ||
বাগেরহাটের মোংলা উপজেলায় মিঠাখালী ইউনিয়ন ইউপি চেয়ারম্যানের উৎপল কুমার মন্ডলের বিরুদ্ধে মাছের ঘের জবরদখলের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বেলা ১১টায় মোংলা উপজেলা পরিষদের সামনে ভুক্তভোগী মাছ চাষীরা এ মানববন্ধন করেন।
এ মানববন্ধনে মাছ চাষী মোঃ কালাম শেখ বলেন,মোংলা উপজেলার মিঠাখালী ইউনিয়নে সাতঘরিয়া এলাকায় সে ৬’বিঘার একটি মাছের করে আসছেন। কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় মিঠাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ায় উৎপল কুমার মন্ডল বেপরোয়া হয়ে ওঠেন। চেয়ারে বসেই তার ৬’বিঘার একটি মাছের ঘের জোরপূর্বক দখলে নিয়ে যায়। এভাবে অনেকের ঘেরই জোরপূর্বক দখলে নিয়ে সে মাছ চাষ করছেন।
তার এই কর্মকাণ্ডের প্রতিবাদ করতে গেলে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে চেয়ারম্যান উৎপল। এছাড়া উৎপল মন্ডলের বিরুদ্ধে ওয়ারেশ কাম সার্টিফিকেট, নাগরিক সনদপত্র’সহ বিভিন্ন কাজে গেলে টাকা চেয়ে বসেন এবং টাকা না দিলে চেয়ারম্যান কোন কাজ করেন না।
এবিষয়ে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান উৎপল কুমার মন্ডলের কাছে জানতে চাইলে তিনি বলেন, সাতঘরিয়া এলাকায় মোঃ কালাম শেখের ঘেরে আমি কোনদিন যায়নি। তাকে জড়িয়ে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে। আমি এর সঙ্গে জড়িত না। আর টাকা নিয়ে কাজ করার বিষয়টিও মিথ্যা।
মোংলা-রামপালের সহকারী পুলিশ সুপার মুশফিকুর রহমান তুষার বলেন, মানববন্ধন হয়েছে শুনেছি। ভুক্তভোগীরা অভিযোগ দিলে তদন্ত করে চেয়ারম্যান উৎপল কুমার মন্ডলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।