খুলনার খবর || বাজার নিয়ন্ত্রণে রাখতে ৭ দফা সুপারিশ করেছে নাগরিক আন্দোলন খুলনা। আজ শনিবার (২০ জানুয়ারী)খুলনা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে বাজার নিয়ন্ত্রণে প্রশাসনকে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।পাশাপাশি একজন জেলা ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে টাস্ক ফোর্স নিয়মিত বাজারে অভিযান চালানোর দাবি জানান সংগঠনের সমন্বয়কারী ডা. শেখ বাহারুল আলম।
সংবাদ সম্মেলনে জানানো হয়,গত দেড় মাসের ব্যবধানে খুলনায় নিত্যপণ্যের দাম অস্বাভাবিক বেড়েছে।চিনির দর যা ছিল ১৩৫ টাকা কেজি তা এখন ১৪৫ টাকা।মসুরের ডাল ছিলো ১৩০ টাকার এখন ১৪০ টাকা,খেজুর প্রতি কেজি ৩০০ টাকায় বিক্রি হতো তা এখন ৪০০ টাকা, গরুর মাংস ৬৫০ টাকা থেকে বেঁড়ে এখন ৭০০ টাকা।
এ ছাড়া নিত্যপন্যের দাম বেড়েই চলেছে। দাম বৃদ্ধির তালিকায় রয়েছে চাল,খাসির মাংস,মাছ,সবজি। ভরা মৌসুমেও চালের বাজার অস্থির। বেড়েছে ওষুধের দামও।
৭ দফা সুপারিশগুলো হচ্ছে; অবিলম্বে অসৎ ব্যবসায়ী মজুতদার ও সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা, টিসিবির সংস্কার ও দুর্নীতি দূর করে নিত্য প্রয়োজনীয় পণ্যের বিস্তৃতি ঘটিয়ে সাধারণ ও নিম্ন আয়ের মানুষের মধ্যে তা সহজলভ্য করা,রমজান মাসকে কেন্দ্র করে অসাধু ব্যবসায়ীদের দ্রব্যমূল্য বৃদ্ধির অনৈতিক কার্যক্রম কঠোরভাবে দমন করা,খাদ্য অধিদপ্তরের মাধ্যমে পরিচালিত ‘ওএমএস’ কার্যক্রমের দুর্নীতি দূর করে নিত্য প্রয়োজনীয় পণ্য নিম্ন আয়ের মানুষের জন্য সহজলভ্য করা, খাদ্যদ্রব্য মজুত সংক্রান্ত যুগোপযোগী আইন প্রণয়ন ও প্রয়োগ নিশ্চিত করা এবং ভোক্তা অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে প্রতিটি জেলায় নিয়মিত গণশুনানির আয়োজন করা,বাজার মনিটরিংয়ে যুক্ত সংস্থা ও কর্মকর্তাদের দক্ষতা ও সততা নিশ্চিত করা।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।