মোঃ ইমরান হোসেন,বটিয়াঘাটা প্রতিনিধি || বটিয়াঘাটা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সামনে পরিত্যক্ত জমিতে গড়ে তোলা হয়েছে প্রদর্শনী সরিষা ক্ষেত ও সবজি বাগান। এখানে অনেক রকমের সবজি ও প্রদর্শনী সরিষা,আলু,পেঁয়াজ,রসুন,বেগুন,ফুলকপি,বাঁধাকপি,শালগম,বিট কপি,গাজরসহ মিষ্টি আলুর লতা রোপন করা হয়েছে।
এখানে কৃষকদের হাতে কলমে প্রশিক্ষণ দেয়া হয় প্রশিক্ষণীয় বটিয়াঘাটা উপজেলা কৃষকরা লাভবান হয়েছেন। বটিয়াঘাটা উপজেলা পরিত্যক্ত জমিতে মডেল কৃষি বাগান গড়ে তোলা হয়েছে। যেখানে ফুলের মত নান্দনিক সৌন্দর্য ফুটে উঠেছে এ প্রদর্শনী বাগানে সারিবদ্ধ বিজ্ঞান সমৃদ্ধ ভাবে লাগানো হয়েছে। চারা,কীটনাশক পরিহার সুস্থ সবল বিষমুক্ত সবজি বাগান, যেকোনো কৃষক আগ্রহ করবেন বাড়ির আঙ্গিনায় পুষ্টি বাগান ও নিজের পরিত্যক্ত জমিতে কৃষি খামার গড়ে তুলতে বটিয়াঘাটা উপজেলায় ৩০টার উপরে পুষ্টি বাগান আছে যে বাগানে ব্যক্তিগত চাহিদা মিটিয়ে বাজারেও বিক্রি করছে অনেক।
বটিয়াঘাটা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানান, আমাদের এই এলাকায় এক সময় এক ফশলী জমি ছিল লবণাক্ততার কারণে সাদা চাদরে ঢাকা থাকতো।বটিয়াঘাটা এলাকার মাটি মৃত্তিকা গবেষণা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তায় বিভিন্ন জাতের ধান,ভুট্টা,গম,তেল,সরিষা,সূর্যমুখী সহ বিভিন্ন প্রদর্শনী মাঠ প্রদর্শনীর মাধ্যমে কৃষকদের আগ্রহী করে তোলা হয়েছে।
বটিয়াঘাটা উপজেলা কৃষি অফিসার আবুবকর সিদ্দিক বলেন,আমাদের অফিসের সামনে যে ছোট প্রদর্শনী খামার এটি শুধু কৃষকদের আগ্রহ বাড়ানোর জন্য বিক্রয়ের জন্য না, যেকোনো কৃষক আমাদের মাধ্যমে হাতে কলমে শিক্ষা নিয়ে নিজে খামার গড়ে তুলতে পারেন। সরকারিভাবে সার ও বীজ বিনামূল্যে কৃষকদের মাঝে বিতরণ করা হয় সমন্বিত বালাই দমন,সম্পর্কে ধারণা দেওয়া হয়। যে কোন কৃষক সরাসরি আমার সাথে যোগাযোগ করলে আমি তাকে পরামর্শ দিয়ে থাকি
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।