মোঃ ফসিয়ার রহমান,পাইকগাছা প্রতিনিধি || মানুষ মানুষের জন্য,জীবন জীবনের জন্য’প্রচন্ড শীতে শীতার্থ মানুষদের জন্য প্রতিবারের ন্যায় এবারো নতুন বছরের শুরুতে সমাজের অসহায় শীতার্ত মানুষের জন্য শীতবস্ত্র বিতরণ কর্মসূচি শুরু করেছেন ইউপি সদস্য মশিয়ার রহমান মিলন।
রবিবার সকালে খুলনার পাইকগাছা উপজেলার গদাইপুর ইউপির গোপালপুর ৪নং ওয়ার্ড সদস্য মোঃ মশিয়ার রহমান মিলনের বাসভবনে তার নিজস্ব অর্থায়নে শতাধিক গরীব অসহায় হতদরিদ্র শীতার্থ মাঝে চাদর বিতরণ করেছেন।
অন্যান্য বছরের ন্যায় এবার শীতেও তিনি শত শত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন। এভাবে প্রতিটি দূর্যোগে তিনি অসহায়দের মাঝে খাদ্য ও আর্থিক সহায়তা প্রদান করে আসছেন।
ইতিপূর্বে করোনাকালীন সময়ে তিনি নিজ গ্রাম ও ইউনিয়নে ঘরবন্ধী মানুষদের মাঝে ব্যাপকভাবে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। সময়োপযোগী এসব পদক্ষেপের ফলে তিনি এলাকায় এবং এলাকার বাইরে প্রশংসিত হয়েছেন এবং গ্রামের জনগণ তাকে বিপুল ভোটের ব্যবধানে ইউপি সদস্য নির্বাচিত করেছেন।
এসময় উপস্থিত ছিলেন মহিলা ইউপি সদস্য খুকুমনি বেগম, নাজমা বেগম,মোহর আলী,ইব্রাহিম গাজী,সহ স্হানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।