অতনু চৌধুরী (রাজু)বাগেরহাট জেলা প্রতিনিধি ||
বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য এইচ এম বদিউজ্জামান সোহাগ বলেছেন, তরুণদের মানসিকতা বিকাশে খেলাধুলার বিকল্প নাই। তরুণ ও যুবসমাজকে ক্রীড়াঙ্গনমুখী করতে হবে। আর এই যুবসমাজের খেলাধুলার ক্ষেত্রকে স্মার্ট ক্রীড়াঙ্গনে রূপান্তর করতে শিক্ষাপ্রতিষ্ঠানের বিকল্প নেই।
রবিবার (২১ জানুয়ারি)বিকেলে বাগেরহাটের মোরেলগঞ্জে সপ্তাহব্যাপী ৫২তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন এইচ এম বদিউজ্জামান সোহাগ।
রবিবার বিকেলে অম্বিকাচরণ লাহা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শাহ্-ই-আলম বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম তারেক সুলতান ও পৌরসভা মেয়র এস এম মনিরুল হক তালুকদার।
প্রধান অতিথির বক্তব্যে সোহাগ বলেন,শিক্ষাপ্রতিষ্ঠান যেন বাণিজ্যিক প্রতিষ্ঠানে পরিণত না হয়। সুশিক্ষার প্রতিষ্ঠানই আগামী দিনের ভবিষ্যৎ তৈরি করে।তাই শিক্ষার পাশাপাশি ছাত্রছাত্রীদের ক্রীড়ায় মনোনিবেশ করতে হবে।
এ সময় অন্যান্যের মধ্যে আলোচনা করেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. লিয়াকত আলী খান, সাধারণ সম্পাক এম এমদাদুল হক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম ও প্রধান শিক্ষক আব্দুল মালেক হাওলাদার। এবারের ক্রীড়া প্রতিযোগিতায় মাধ্যমিক স্তরের ১৪০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।