খুলনার খবর || তাপমাত্রা ১০ ডিগ্রির উপরে না ওঠা পর্যন্ত খুলনা জেলার সকল স্কুল ও মাদ্রাসার শ্রেণিকক্ষের কার্যক্রম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের খুলনা অঞ্চলের উপ-পরিচালকের নির্দেশে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের প্রধানকে বন্ধ রাখার অনুরোধ জানানো হয়েছে।
এর আগে তাপমাত্রা কমে যাওয়ায় সকালে খুলনার ১ হাজার ১৫৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়।
আজ মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে খুলনা জেলা শিক্ষা অফিসার ফারহানা নাজ স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে, মঙ্গলবার ভোর ৬টায় খুলনার তাপমাত্রা ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।যা কিনা কমলমতি শিক্ষার্থীদের জন্য খুবই নাজুক পরিস্থিতি।তাপমাত্রা ১০ ডিগ্রির উপরে না ওঠা পর্যন্ত খুলনা জেলার সব মাদ্রাসা ও বিদ্যালয়ের শ্রেণিকক্ষের কার্যক্রম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের খুলনা অঞ্চলের উপ-পরিচালকের নির্দেশে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের প্রধানকে বন্ধ রাখার অনুরোধ জানানো হয়েছে।তবে শিক্ষকদের বিদ্যালয়ে উপস্থিত থাকার কথা বলা হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।