খুলনার খবর || খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২৩ জানুয়ারী ~২০২৪ মঙ্গলবার সকাল ১১ টায় দিঘলিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ,বিজ্ঞান মেলা,অষ্টম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড এবং কুইজ~ ২০২৪ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
এ কর্মসূচিতে পৃষ্ঠপোষকতা করছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়।দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার খাঁন মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মাহফুজুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দিঘলিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাকির হোসেন,সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ফরহাদ হোসেন সহ অন্যান্য অতিথিবৃন্দ।”বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনেই সমৃদ্ধি” এই প্রতিপাদ্য নিয়ে শুরু হয়েছে বিজ্ঞানমেলা।
মেলায় ২০ টি স্টল স্থাপিত হয়েছে।যে সকল ছাত্র-ছাত্রীরা এই বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করেছে তাদের মূলত দুটি গ্রুপে বিভক্ত করা হয়েছে।স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের জুনিয়র গ্রুপ এবং কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের জন্য সিনিয়র গ্রুপ।
শিক্ষার্থীরা তাদের মেধা,মনন এবং দক্ষতা দিয়ে অতি যত্ন সহকারে সমসাময়িক বা সময়োপযোগী বিভিন্ন ধরনের বিজ্ঞান ভিত্তিক প্রকল্প উপস্থাপন করেছে।
স্টলে দায়িত্বপ্রাপ্ত ছাত্রছাত্রীবৃন্দ অত্যন্ত মার্জিত,সুন্দর এবং সাবলীলভাবে দর্শনার্থীদের তাদের প্রজেক্ট সম্পর্কে ধারণা এবং বর্ণনা প্রদান করেছে।যা দেখে সাধারণ ছাত্র-ছাত্রীসহ দর্শনার্থীরা মুগ্ধ এবং অনুপ্রাণিত হয়েছেন।আগামী ২৪ জানুয়ারী ও চলবে এই মেলা।সমাপনী দিনে আরো বেশি দর্শনার্থী উপস্থিত হবে বলে আয়োজক কমিটি মনে করেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।