অতনু চৌধুরী(রাজু)বাগেরহাট জেলা প্রতিনিধি ||
সিলেটের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকসহ অন্যান্য সেবাদানকারীদের উপর হামলা, সরকারি গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাগেরহাটের ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসকসহ অন্যান্য সেবাকর্মীরা।
বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যানারে হাসপাতালের সামনের সড়কে এই কর্মসূচি পালন করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাদাত মো. মফিদুল ইসলামের নেতৃত্বে এ বিক্ষোভ কর্মসূচী পালিত হয়। এসময় বিশেষজ্ঞ চিকিৎসক, মেডিকেল অফিসার, নার্স, মেডিকেল টেকনোলজিস্টসহ হাসপাতালের বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএনএফপিও ডা. আবু সাদাত মো. মফিদুল ইসলাম, বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মনোজ কুমার মালাকার, ডা. সুমন কবীর, ডা. আরকে দাস, আবাসিক মেডিকেল অফিসার মো. মোস্তাফিজুর রহমান, ডা. মোহতেসেম আরা, ডা. শাওন কুমার দাস, স্যানিটেশন অফিসার দেবরাজ মিত্র, প্রধান অফিস সহকারী কাম হিসাবরক্ষক (ভারপ্রাপ্ত) মো. বাবুল হোসেন সহ আরো অনেকে। বক্তারা জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যসেবা প্রদানকারী চিকিৎসকসহ অনান্য সেবাদানকারীদের উপর হামলা, সরকারি গাড়িতে অগ্নিসংযোগ এবং ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। একই সঙ্গে চিকিৎসকদের নিরাপত্তা জোরদারসহ এ ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।