খুলনার খবর || যশোর-খুলনা মহাসড়কের কোল্ডস্টোর মোড়ে দাউদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের চলন্ত বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।মঙ্গলবার (২৩ জানুয়ারি) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। কে বা কারা এ আগুন লাগিয়েছে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।এঘটনায় বাসচালক ও হেলপার ছাড়া আর কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি দ্রুতগতিতে যাচ্ছিলো। এ সময় বাসের পেছনে আগুন জ্বলছিলো। বাসটি দাঁড়ানোর পর তারা দৌড়ে গিয়ে বালতি নিয়ে পানি মেরে আগুন নেভানোর চেষ্টা করে। কিছুক্ষণের মধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।
বাসটির হেলপার জানান,যশোর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার একটি গ্যারেজে গাড়ির কাজ করানো হয়।কাজ শেষে রাত পৌনে ৮টার দিকে গ্যারেজ থেকে গাড়ি নিয়ে বের হয়। রাত ৮টার দিকে মণিহার কোল্ড স্টোরেজ এলাকায় পৌঁছালে হঠাৎ পেছনে আগুন দেখতে পান। এরপর গাড়ি থামিয়ে তিনি ও ড্রাইভার নেমে যান। পরে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। খবর পেয়ে আগুন নেভানোর কাজে অংশ নেয়া ফায়ার সার্ভিসের কর্মীরা। ১০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নেয় ফায়ার সার্ভিস।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। যশোর কোতোয়ালি থানার ওসি (অপারেশন) পলাশ বিশ্বাস বলেন, ‘চালকের সঙ্গে কথা বলেছি। কিভাবে কে বা কারা এ আগুন লাগিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।