পরেশ দেবনাথ,ভ্রাম্যমান প্রতিনিধি || বাংলা সাহিত্যের অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক মহাকবি মাইকেল মধুসূদন দত্ত-এর ২০০তম জন্মবার্ষিকী ও মধুমেলা-২০২৪ উপলক্ষে ১৯ জানুয়ারি শুক্রবার থেকে ২৭ জানুয়ারি শণিবার ৯ দিন ব্যাপী যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে শুরু হয়েছে মধুমেলা।
৬ষ্ঠ দিন বুধবার (২৪ জানুয়ারী) বিকালে আবহাওয়া খারাপ থাকা সত্ত্বেও স্থানীয় সংস্কৃতিক সংগঠন পাঁজিয়া সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ এর আয়োজনে ‘ দ্বিশতবর্ষে মধুসূদন কবিতা “আলেখ্য” ছিল চমৎকার পরিবেশনা। অনুষ্ঠানটি দর্শকদের মন জয় করেছে। সমগ্র আয়োজন ছিল মনোমুগ্ধকর।
দ্বিশতবর্ষে মধুসূদন কবিতা আলেখ্যটি গ্রন্থনা করেছেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রাবন্ধিক ও সহকারী অধ্যাপক তাপস মজুমদার। মহাকবি মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের বিচিত্র অঙ্গনের স্রষ্টা। বাংলা সাহিত্যের মহাকাব্য, পত্রকাব্য, সনেট তাঁর হাতেই সৃষ্ট যা তাঁর ২০০ তম জন্মদিনে এসেও পাঠক ও গবেষকদেরকে ভাবয়। সবই উঠে এসেছে এই কবিতা আলেখ্যতে।
কবিতা আলেখ্যে অংশ নিয়েছেন সংগঠনের সভাপতি কবি নজরুল ইসলাম খান,সাধারণ সম্পাদক তাপস মজুমদার,সহ সভাপতি সুব্রত বসু, সহ সম্পাদক কবি ও প্রাবন্ধিক মানব মণ্ডল, সদস্য মৌসুমী সরকার ও কবি অর্পিতা মজুমদার।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।