খুলনার খবর || খুলনায় হাসপাতাল থেকে ‘ধর্ষণের শিকার’ এক কলেজছাত্রীকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। তুলে নিয়ে যাওয়ার সেই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
আজ রোববার (২৮ জানুয়ারি) বিকেলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারের সামনে থেকে তাকে মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান,এদিন বিকেলে ৬-৭ জন ব্যক্তি খুমেক হাসপাতালের (ওসিসি) ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারের সামনে থেকে একটি মাইক্রোবাসে ঐ নারীকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যায়।মাইক্রোবাস যাওয়ার পর ঘটনাস্থল থেকে ডুমুরিয়া উপজেলার রুদাঘরা ইউনিয়নের চেয়ারম্যান গাজী তৌহিদু্জ্জামানকে আটকে রাখে স্থানীয়রা। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
ঘটনার বিবরনে জানা যায়,খুলনার ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে ধর্ষণের অভিযোগ তোলে ঐ কলেজছাত্রী।গত শনিবার রাত সোয়া ১১টার দিকে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।
ঐ ছাত্রীর অভিযোগ,উপজেলা চেয়ারম্যান বিয়ের আশ্বাস দিয়ে তাকে দীর্ঘদিন ধরে ধর্ষণ করে আসছে। সর্বশেষ শনিবার রাতে ডুমুরিয়ার শাহপুরে উপজেলা চেয়ারম্যানের ব্যক্তিগত কার্যালয়ে ধর্ষণের ঘটনা ঘটে।২৮ বছর বয়সী ওই কলেজছাত্রীর বাড়ি ডুমুরিয়ায়। তিনি স্থানীয় একটি কলেজে পড়েন।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল সুত্রে জানা যায়,শনিবার রাতে ঐ কলেজছাত্রী ধর্ষণের অভিযোগ নিয়ে হাসপাতালে আসেন। এরপর তাকে ওসিসিতে ভর্তি করা হয়। এরপর ওসিসি থেকে হাসপাতালে আসার পথে তাকে তুলে নিয়ে যাওয়া হয়।
খুলনা পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান বলেছেন,এ ঘটনায় ঐ কলেজছাত্রী বা তার পরিবারের কেউ এখনও থানায় কোনও অভিযোগ করেননি। অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।