মোঃ ইমরান হোসেন,বটিয়াঘাটা প্রতিনিধি || বটিয়াঘাটায় জলমা সরকারি চক্রাখালী মাধ্যমিক বিদ্যালয়ের দুইদিন ব্যাপী ৬৬ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার শুভ উদ্বোধন গতকাল রবিবার সকাল ১০ স্থানীয় বিদ্যালয় মাঠ চত্বরে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয়ের সভাপতি শেখ নুরুল আলম’র সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মৃদুল মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নিতাই গাইন,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নারায়ন চন্দ্র মন্ডল,জলমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিধান রায়, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা বিনয় কৃষ্ণ সরকার, অবঃপ্রাপ্ত শিক্ষক নিকুঞ্জ বিহারী গোলদার, অবসরপ্রাপ্ত শিক্ষক মনোরঞ্জন অধিকারী,অবঃপ্রাপ্ত শিক্ষক নিশিকান্ত রায়,অবঃপ্রাপ্ত শিক্ষক বীরমুক্তিযোদ্বা সুশীল টিকাদার,সহকারী অধ্যক্ষ অজিত কুমার বিশ্বাস,উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি পরিতোষ কুমার রায়, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, উপকূলীয় ঝর্ণাধারার সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম শাহীন, বীরমুক্তিযোদ্বা যথাক্রমে নিরঞ্জন কুমার রায়,হরিপদ মল্লিক,প্রশান্ত কুমার গোলদার, বিকাশ কুসুম মন্ডল, মনোরঞ্জন কবিরাজ,বিনয় বিশ্বাস,নির্মল কুমার মন্ডল,দীপক মন্ডল,মহেন টিকাদার,বিধান দত্ত,শিবেন্দ্রনাথ রায়,বিশিষ্ট সমাজ সেবক অরবিন্দু মহলদার, যুবলীগ নেতা পলাশ রায়, হিরন্ময় রায়, শিক্ষক যথাক্রমে রঞ্জন কুমার মন্ডল,দেবাশীষ বিশ্বাস,বিজন মল্লিক,সুকান্ত কুমার রায়,রঞ্জন কুমার রায়, সুচিত্রা বিশ্বাস,তপতী রাণী মল্লিক,ফাল্গুনী,আইভী অধিকারী সহ গণ্যমাম্য ব্যক্তিবগ,অভিভাবক ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান প্রধান শিক্ষক তৃপ্তি রাণী বিশ্বাস ।অপরদিকে উপজেলার হাটবাটী-হোগলবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় সভাপতি অনুপম বিশ্বাসের সভাপতিত্বে ও প্রগতি মাধ্যমিক বিদ্যালয়ে সভাপতি বিশিষ্ট সমাজ সেবক সুরঞ্জন সুতার’র সভাপতিত্বে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।