খুলনার খবর || আজ সোমবার (২৯ জানুয়ারী) সকাল ১১ টায় খুলনার দিঘলিয়া উপজেলার ঐতিহ্যবাহী আলহাজ্ব সারোয়ার খাঁন কলেজে বীর মুক্তিযোদ্ধা শেখ নজির আহমেদ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়।
ফাউন্ডেশন এর চেয়ারম্যান ও আলহাজ্ব সারোয়ার খাঁন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি প্রকৌশলী শেখ মুনির আহমেদের দিক নির্দেশনায় কম্বল বিতরণ করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আলতাফ হোসেন ও সরকারি সেনাটী মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক শেখ মোঃ ফরহাদ হোসেন।
এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক শেখ মোঃ মনিরুল হক বাবুল,মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও শিক্ষক প্রতিনিধি নবদ্বীপ ঢালী,ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম,বিশিষ্ট সমাজসেবক মুন্সি আসলাম হোসেন প্রমুখ।
কলেজের দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।বীর মুক্তিযোদ্ধা শেখ নজির আহমেদ ওয়েলফেয়ার ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে সামাজিক কর্মকান্ডে যুক্ত রয়েছে।
ইতিমধ্যে খুলনা জেলার বিভিন্ন উপজেলায় সেলাই প্রশিক্ষণ, শীত বস্ত্র বিতরণ,বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানে আর্থিক অনুদান প্রদান সহ বিভিন্ন মানবিক কর্মকান্ডে করেছে এবং বর্তমানে এ ধরনের কাজ অব্যাহত আছে।যার কারণে এই প্রতিষ্ঠানটি এলাকায় ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।
বীর মুক্তিযোদ্ধা শেখ নজির আহমেদ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে হাতে নেয়া হয়েছে ৫০ শয্যা বিশিষ্ট ডায়াবেটিক হাসপাতাল নির্মাণ প্রকল্প।
চেয়ারম্যান প্রকৌশলী শেখ মুনির আহমেদ বলেন,খুব শিঘ্রই হাসপাতাল নির্মাণের কাজ শুরু হবে।ইতিমধ্যে হাসপাতাল নির্মাণের জন্য অর্থবদ্ধ পাওয়া গেছে।বীর মুক্তিযোদ্ধাদের শেখ নজির আহমেদ ফাউন্ডেশন এর কর্মকান্ডের কারণে এলাকার সাধারণ মানুষ আশার আলো দেখছেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।