অতনু চৌধুরী(রাজু)বাগেরহাট জেলা প্রতিনিধি || বাগেরহাটের রামপাল উপজেলার রামপাল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ বিতরণ করা হয়েছে।
সোমবার (২৯ জানুয়ারি)সকাল সাড়ে ১১ টায় রামপাল উপজেলা পরিষদের অর্থায়নে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ব্যাগ বিতরণ করা হয়।
রামপাল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি কিশোর কুমার বালা’র সভাপতিত্বে স্কুলব্যাগ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রহিমা সুলতানা বুশরা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নুরুল হক লিপন,মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. হোসনেয়ারা মিলি,উপজেলা শিক্ষা অফিসার মো.মতিউর রহমান,উপজেলা ইউআরসি অফিসার বাবলু রায়,সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. আসাদুজ্জামান,রামপাল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাওলাদার আ.মান্নানসহ বিদ্যালের শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ,শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন।এ সময় বিদ্যালয়ের ২৪০’জন শিক্ষার্থীর মাঝে স্কুলব্যাগ বিতরণ করা হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।