হুমায়ন কবির,ঝিনাইদহ প্রতিনিধি || ঝিনাইদহে পুলিশের বাধায় পণ্ড হয়েছে বিএনপির কালো পতাকা মিছিল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব বন্দির মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার ও অবৈধ সংসদ বাতিলসহ এক দফা দাবি আদায়ের কালো পতাকা মিছিলে নামে তারা।
আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে জেলা বিএনপির কার্যালয় চত্বরে বিভিন্ন উপজেলা থেকে দলীয় নেতা–কর্মীরা জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ তাঁদের বাধা দেয়। এ সময় অনেকেই ছত্রভঙ্গ হয়ে যান।
এরপর জেলা বিএনপির সভাপতিসহ কিছু নেতা-কর্মী দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন। পরে দলীয় কার্যালয় থেকে তাঁরা মিছিল বের করার চেষ্টা করলে সেখানেও পুলিশ বাধা দেয়। তখন দলীয় কার্যালয়ের সামনেই তাঁদের দাবির পক্ষে স্লোগান দিতে থাকেন নেতা-কর্মীরা।
এসময় বক্তারা বলেন,এই সংসদ অবৈধ। তাই এই অবৈধ সংসদ বাতিল করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিয়ে একটি নিরপেক্ষ সরকার গঠনের দাবি জানাই। এই দেশকে ভারতের কাছে ইজারা দেওয়া হয়েছে। এই সমাবেশ থেকে ভারতের সকল পণ্য বর্জন করতে হবে। সঙ্গে এই সরকারের পতন ঘটিয়ে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনবে বিএনপি।
এ সময় বিএনপির খুলনা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাসসহ অন্যরা বক্তব্য দেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।