কুষ্টিয়া প্রতিনিধি || দেশের বৃহত্তম চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরের বিভিন্ন অটোরাইস মিল পরিদর্শন করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
আজ বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে মোকামের সুবর্ণা অটোরাইস মিল,স্বর্ণা অটোরাইস মিল আল্লাহর দান অটোরাইস মিল,রশিদ অটো রাইস মিল ও দেশ এগ্রো অটোরাইস মিল আকস্মিক পরিদর্শন করেন।
এ সময় অবৈধভাবে গম ও আটা মজুত করায় মেসার্স সুবর্ণা অটো ফ্লাওয়ার মিলের গোডাউন সিলগালা করা হয়। এ ছাড়া অবৈধ ধান মজুতের দায়ে একটি মিলের ধানের গোডাউনও সিলগালা করা হয়।
এ সময় খাদ্যমন্ত্রী বলেন, অবৈধ মজুতসহ কেউ কোনো অনিয়ম-দুর্নীতি করছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। বাজার স্থিতিশীল করতে সারাদেশেই অভিযান চলছে।অবৈধ মজুতদারদের কোন প্রকার ছাড় দেওয়া হবেনা।
এসময় আরও উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. ইসমাইল হোসেন,খাদ্য অধিদফতরের মহাপরিচালক মো. সাখাওয়াত হোসেন, কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. এহতেশাম রেজা, পুলিশ সুপার এ এইচ এম আব্দুর রকিব ও জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. বাবুল হোসেনসহ আরো অনেকে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।