পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর ||“করবো বীমা গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” প্রতিপাদ্য বিষয়ে কেশবপুর উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠনের আয়োজনে জাতীয় বীমা দিবস-২০২৪ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা শুক্রবার (০১ মার্চ) সকালে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ তুহিন হোসেন-এর সভাপতিত্বে এবং স্বন্ধানী লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেডের ডিজিএম আব্দুর রাজ্জাক-এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সজীব সাহা,উপজেলা যুব উন্নয়ন অফিসার পুলোক কুমার সিকদার,উপজেলা পল্লী উন্নয়ন অফিসার সুজন চন্দ্র চন্দ,কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ,ন্যাশন্যাল প্রেস সোসাইটি কেশবপুরের সভাপতি শামীম আখতার মুকুল,জীবন বীমা করপরেশানের ব্রাঞ্চ ম্যানেজার বিপ্লব কুমার হালদার, ডেল্টা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেডের গণ গ্রামীণ বীমা ডিভিশনের ইউনিট ম্যানেজার সাবেক পৌর কাউন্সিলর জামাল উদ্দীন সরদার, ডেল্টা লাইফ ইনসিওরেন্সের ইউনিট ম্যানেজার নাজমা বেগম প্রমুখ।
অপরদিকে ডেল্টা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেডের গণ গ্রামীণ বীমা ডিভিশনের কেশবপুর উপজেলার ত্রিমোহিনী ইউনিটের আয়োজনে জাতীয় বীমা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গণ গ্রামীণ বীমা ডিভিশনের ত্রিমোহিনী ইউনিট ম্যানেজার সাবেক পৌর কাউন্সিলর জামাল উদ্দীন সরদারের সভাপতিত্বে ইউনিট কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ ও এনকেপিএস এর সভাপতি শামীম আখতার মুকুল।
অন্যদিকে,কেশবপুরে স্বপ্ন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শুক্রবার বিকেলে প্রতিষ্ঠানের কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। স্বপ্ন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি প্রশান্ত দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক প্রদীপ দত্ত। এ সময় উপস্থিত ছিলেন, সমিতির সহসভাপতি জয়দেব দত্ত, শাখা ব্যবস্থাপক এম এ মান্নান, মনিটরিং অফিসার সুজিত বিশ্বাস, হিসাব রক্ষক নুপূর আক্তার, অসীম নাথ প্রমুখ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।