মেহেরপুর প্রতিনিধি || মেহেরপুর পৌরসভার সামনে সড়ক দুর্ঘটনায় মোজাম্মেল হক নামের এক জন নিহত হয়েছে। এ ঘটনায় আব্দুল আলিম নামের ১ জন আহত হয়েছে। বুধবার সন্ধ্যায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত মোজাম্মেল হক মেহেরপুর সদর উপজেলার গোভিপুর গ্রামের আব্দুল মোতালেবের ছেলে। তিনি মেহেরপুর এলজিইডি’র অফিস সহায়ক হিসাবে কর্মরত ছিলেন। এবং আহত আব্দুল আলিম মেহেরপুর শহরের বোসপাড়ার মৃত জসীম উদ্দীনের ছেলে।
জানা গেছে স্যালো ইঞ্জিন চালিত একটি বাটা হাম্বার বাশের গুড়ি বোঝাই করে শহরের হোটেল বাজারের দিক থেকে বেপরোয়া গতিতে বড় বাজারের দিকে যাচ্ছিল। মেহেরপুর পৌরসভার সামনে স্পিড বেকার পার হওয়ার সময় বাটা হাম্বার একটি চাকা খুলে গেলে বাটা হাম্বারটি উল্টে যায়। এ সময় বিপরীতগামী মোটরসাইকেল চালক মোজাম্মেল হক এবং রিকশাচালক আব্দুল আলিম বাটা হাম্বায় বহন করা বাঁশের গুড়ির নিচে চাপা পড়ে।
খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্য এবং পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছে বাঁসের গুড়ি সরিয়ে তাদেরকে উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোজাম্মেলকে মৃত ঘোষণা করেন।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ কনি মিয়া বলেন, মেহেরপুর পৌরসভার সামনে একটি সড়ক দুর্ঘটনা ঘটেছে।এ ঘটনায় ১জন নিহত এবং একজন আহত হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।