পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর || কেশবপুরে ‘এসো মন ভুবনে, সত্য সুন্দর কল্যাণে’ এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ সাহিত্য সেবা সংসদ (বাসাসেস)-এর আয়োজনে হৈমন্তিক কবিতা উৎসব অনুষ্ঠিত হয়েছে। এটি সংগঠনের ৮ ম সাহিত্য আসর। ভাষা শহীদদের প্রতি এ সাহিত্য আসরটি উৎসর্গ করা হয়।
শনিবার (৩ ফেব্রুয়ারী) সন্ধ্যায় কেশবপুর প্রেসক্লাব মিলনায়তনে সংগঠনের সভাপতি বাংলা একাডেমি’র, আজীবন সদস্য, বাংলাদেশ সাহিত্য সেবা সংসদ (বাসাসেস)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কবি মুহম্মদ শফি-এর সভাপতিত্বে এবং কোষাধ্যক্ষ ও কেশবপুর উদীচী শিল্পগোষ্ঠীর কার্য্যনির্বাহী কমিটির সদস্য কবি প্রনব মণ্ডল মানব-এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশ সাহিত্য সেবা সংসদ (বাসাসেস)-এর সাধারণ সম্পাদক ও কেশবপুর প্রেসক্লাবের সহ-সভাপতি সিনিয়র সাংবাদিক মোতাহার হোসাইন। শুভেচ্ছা বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি বাংলা একাডেমি’র, আজীবন সদস্য, বাংলাদেশ সাহিত্য সেবা সংসদ (বাসাসেস)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কবি মুহম্মদ শফি।
বিশেষ অতিথি হিসেবে কবিতা, একাত্তরের গল্প ও আলোচনা করেন, কবি এম এন এস তুর্কী ও অতিথি আরও আলোচনা করেন, পাঁজিয়া সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতি সংসদের সভাপতি নজরুল ইসলাম খান, সহ-সভাপতি কবি সমীর দাস, সহ-সভাপতি কবি সুব্রত বসু কংকন,পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কবি তাপস দে, পাঁজিয়া পূরবী খেলাঘরের সভাপতি ও পাঁজিয়া সমাজ কল্যান সংস্থার পরিচালক বাবুর আলী গোলদার, কেশবপুর মহিলা কলেজের অধ্যাপক কবি ভদ্রাবতি বিশ্বাস, অধ্যাপক তাপস মজুমদার,’বাসাসেস’ কর্তৃক পুরষ্কারপ্রাপ্ত কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তী, কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক প্রবীর সরকার,কবি, প্রাবন্ধিক, নাট্যকার ও উপস্থাপক মনছুর আযাদ,কবি আক্তারুজ্জামান, সাংবাদিক সিদ্দিকুর রহমান প্রমুখ। জ্ঞান গভীর অনুষ্ঠানটি যেন একটি মিলন মেলায় পরিনত হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।