অতনু চৌধুরী(রাজু)বাগেরহাট জেলা প্রতিনিধি ||
বাগেরহাটের মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নে সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম ফকিরের ছেলে প্রয়াত মিঠু ফকিরের ওয়ারিশদের সম্পত্তি থেকে বঞ্চিত ও তাদের ভরন-পোষন না দেওয়ার অভিযোগ তুলে প্রতিবাদ করেছে প্রয়াত মিঠু ফকিরের স্ত্রী-সন্তান।
রবিবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১২’টায় মোংলা উপজেলা পরিষদ চত্বরে প্রধান ফটকের সামনে “ওয়ারিশদের সম্পত্তি থেকে বঞ্চিত ও তাদের ভরন-পোষন না দেওয়া” একটি ব্যানারে দাড়িয়ে সাবেক এ চেয়ারম্যান আবুল কালাম ফকিরের বিরুদ্ধে এ প্রতিবাদ করেন পুত্রবধূ প্রয়াত মিঠু ফকিরের স্ত্রী শাহানাজ বেগম (৩৬) ও মেয়ে ফাতেমা ফকির (৪)।
এ প্রতিবাদ সভায় ভুক্তভোগী শাহানাজ বেগম বলেন, আমার স্বামীর জায়গা জমি থাকা সত্বেও আমি আমার মেয়েকে নিয়ে রাস্তায় বসে গেছি। আমি এখন ভীষন অসহায় হয়ে পড়েছে। আমার শশুর শাশুড়ি অসুস্থ। ননদ, ননদের স্বামী ও তার মামাতো ভাইয়েরা সব কিছু লুটে পুটে খাচ্ছে। পাওনাদররা আমাকে জ্বালায়। আমি কিভাবে দেবো। আমাকে আমার স্বামী কিছুই দিয়ে যায়নি। এই ছোট মেয়েকে নিয়ে আমি মানুষের বাড়িতে কাজ করে খাচ্ছি। স্বামী মারা যাওয়ার ৫’দিন পরেই আমাকে মেরে বাড়ি থেকে বের করে দিছে আমার শাশুরি ও তার ভাইপোরা। আমাকে বাড়িতে ঢুকতেই দেয় না। আমার জীবন এখন হুমকির মুখে। আমাকে আমার ননদ বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছে। আপনাদের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাই আমার মেয়ে যেনো তার বাবার ল্যাজ্য পাওনাটা পায়। এসময় প্রয়াত মিঠু ফকিরের স্ত্রী-সন্তানসহ অনেক পাওনাদার উপস্থিত ছিলেন।
এ বিষয়ে অভিযুক্ত সুন্দরবন ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম ফকিরের সাথে যোগাযোগ কারার জন্য তার মুঠোফোনে একাধিকবার কল দিলে তিনি আমাদের কলটা ধরবেন নাই।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।