নিউজডেস্ক || সীমান্ত এলাকা থেকে বিজিবি মালিকবিহীন অবস্থায় জব্দ করা ফেনসিডিল,মদ,বিয়ার,গাঁজা,ইয়াবা ট্যাবলেট,নেশা জাতীয় ট্যাবলেট,ইনজেকশন ও হেরোইন আগুনে পুড়িয়ে ও রোলার দিয়ে পিষ্ট করে ধ্বংস করেছে বিজিবি। নিষিদ্ধ এসব মাদক দ্রব্য সীমান্ত পাড়ি দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছে। আর মালিকসহ জব্দ করা মাদক মামলার আলামত হিসাবে সংরক্ষণ করা হয়।
গতকাল বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়ান সদরদফতরে এ মাদক ধ্বংস করা হয়। এদিন প্রায় ৩ কোটি টাকা মূল্যের মাদক ধ্বংস করা হয়েছে। সেক্টর কমান্ডার কর্নেল এমারাত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান,চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার সীমান্ত এলাকা থেকে ৬ বিজিবি ২০২২ সালের ১ আগস্ট থেকে ৩১ জুলাই পর্যন্ত মালিকবিহীন অবস্থায় ফেনসিডিল,মদ,বিয়ার,গাঁজা, ইয়াবা ট্যাবলেট,নেশা জাতীয় ট্যাবলেট, ইনজেকশন ও হেরোইন জব্দ করে। জব্দ মাদকগুলো চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়ান সদরদফতরে সংরক্ষণ করা হয়। বুধবার দুপুরে চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়ান সদরদফতরে এসব ধ্বংস করা হয়। এরমধ্যে ৫৮১৮ বোতল ফেনসিডিল,১৩৫৯ বোতল মদ,২ বোতল বিয়ার,৫৮.৬ কেজি গাঁজা,৯৬৩৪ পিচ ইয়াবা ট্যাবলেট, ২৫৮০ পিচ নেশা জাতীয় ট্যাবলেট,২১৯৮ পিচ ইনজেকশন ও ১০.৪ কেজি হেরোইন। যার বাজার মূল্য ২ কোটি ৯৬ লাখ ৪০ হাজার টাকা প্রায়।
মাদক ধ্বংস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল এমারাত হোসেন। ছাড়াও উপস্থিত ছিলেন,চুয়াডাঙ্গা ৬ বিজিবি পরিচালক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান,সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রিপন হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার চুয়াডাঙ্গা সদর সার্কেল আনিসুজ্জামান,মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আহসান খান ও মেহেরপুর জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মিরীন আক্তার।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।