অতনু চৌধুরী(রাজু) বাগেরহাট জেলা প্রতিনিধি ||
বাগেরহাট সদরের যাত্রাপুর বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ৯’টি দোকান ভস্মীভূত হয়েছে। এতে আনুমানিক ৪০’লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে।
বৃহস্পতিবার,(০৮ ফেব্রুয়ারি) আনুমানিক রাত ১২টায় বাগেরহাট সদরের যাত্রাপুর বাজারের মসজিদ সংলগ্ন মার্কেটে এ দূর্ঘটনা ঘটে।
এ বিষয়ে বাগেরহাট ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোঃ সাইদুল আলম বলেন,গত বৃহস্পতিবার রাত আনুমানিক ১২’টার দিকে স্থানীয়দের মাধ্যমে আগুন লাগার সংবাদে ফায়ার সার্ভিসের বাগেরহাট ও ফকিরহাট ইউনিট দুই ঘন্টার চেষ্টায় আগুন সম্পূর্ন নিয়ন্ত্রনে আসে।
এ বিষয়ে তিনি আরো বলেন,আমরা প্রাণপণ ভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করি আর ততক্ষনে যাত্রাপুর বাজারের মসজিদ সংলগ্ন মার্কেটে কসমেটিক,জুতা,স্যানিটারি,লেপতোষক,সুতা বোতাম , মুরগী ও মাছের খাবারের দোকান’সহ ৯’টি দোকান পুড়ে ভস্মীভূত হয়। প্রাথমিক ভাবে বিদ্যুতের শর্ট সার্কিটের মাধ্যমে এই আগুনের সূত্রপাত হতে পারেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।