মোঃ আলমগীর হোসেন,নড়াইল প্রতিনিধি || নড়াইলের লোহাগড়া উপজেলার শামুকখোলা কাজী পাড়া জামে মসজিদ ও স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রধান পৃষ্ঠপোষক কাজী শরিফুল ইসলাম মিন্টুর উদ্যোগে ও শামুকখোলা গ্রামবাসীর আয়োজনে ৪র্থ তম দিনব্যাপি ইসলামীক সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ৩৩তম ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দিনব্যাপি মাদ্রাসা প্রাঙ্গণে এ প্রতিযোগিতা ও পুরস্কার বিরতণী অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার মধ্যে ছিল কুরআন তেলোয়াত,আযান,হামদ-নাত ও গজল। এ প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেয়।
এতে উপজেলার শামুকখোলা কওমী মাদ্রাসার প্রিন্সিপাল হযরত মালঃ মুফতি আঃ হালিমের সভাপতিত্বে ও কাজী আব্দুল আলিমের সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান। বিশেষ অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ দোলন মিয়া, লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায়,নোয়াগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুন্সী জোসেফ হোসেন,নোয়াগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ জাহিদুল ইসলাম কালুসহ শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।