পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর || কেশবপুরে “সুশীলসমাজ গঠনে করণীয় ও আর্তমানবতার কল্যাণে আমাদের ভূমিকা” শীর্ষক সাহিত্য আসর মোড়ক উম্মোচন,(প্রকাশনা) সংবর্ধনা, পরিকল্পনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। স্বাগত বক্তব্য রাখেন, শেকড়ের সন্ধানের প্রতিষ্ঠাতা পরিচালক শেখ মিজানুর রহমান মায়া।শনিবার (১০ ফেব্রুয়ারী-২৪) বিকেলে সাহিত্য-সংস্কৃতি ও সমাজকল্যাণ মূলক সংগঠন “শেকড়ের সন্ধানে” সংগঠনের আয়োজনে কেশবপুর মাইকেলমোড় পিটিএফ মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের উপদেষ্ঠা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বজলুর রহমান খান-এর সভাপতিত্বে সাহিত্য আসরে প্রধান অতিথি হিসাবে জ্ঞানগভীর আলোচনা করেন,ঢাকা ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বাংলা বিভাগের প্রফেসর,সামাজিক -সাহিত্যিক-সাংস্কৃতিক সংগঠক ও গবেষক,কবি,বাংলাদেশ বেতার ও বিটিভি-কথক,গণহত্যা ও মুক্তিযুদ্ধ-গবেষক এবং জীবনজাগরণদীপ্ত সঙ্গীতশিল্পী ও ধানফুল সাহিত্য গোষ্ঠীসহ অসংখ্য সংগঠনের প্রতিষ্ঠাতা-সভাপতি ড. সন্দীপক মল্লিক।
শেকড়ের সন্ধানের পরিচালক শেখ মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান ও মূলগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দ্বীন ইসলাম। মূখ্য আলোচক ছিলেন, মণিরামপুর সরকারী ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক কবি ও গবেষক আব্দুল আলীম। অনুষ্ঠানে জাকারিয়া হোসেনের ‘ছন্দে বাস্তবতা’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। শেকড়ের সন্ধানের দাতা সদস্য ও প্যারামেডিকেল এন্ড টেকনোলজি ফাউন্ডেশন (পি টি এফ) বোর্ডের চেয়ারম্যান জনাব এ কে আজাদ (ইকতিয়ার) দৈনিক রূপকার পত্রিকার সম্পাদক হওয়ায় সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
আরও ছড়া,কবিতা,গল্প ও আলোচনা করেন, অবসরপ্রাপ্ত অধ্যাপক কবি এম,এ কাশেম অমিয়,শিক্ষক ও কবি উজ্জ্বল ঘোষ, হাড়িয়াঘোপ আলোর পথে সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি কবি বলাই দেবনাথ, সংগঠক মাসুদা আক্তার বিউটি,কবি শাহরিয়ার সোহেল, কবি মনিরুজ্জামান, কবি বেদুঈন মোস্তফা,কবি রফিকুল বারী,কবি নূর হোসন বাবলা প্রমূখ। অনুষ্ঠানটি একটি মিলন মেলায় পরিনত হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।