খুলনার খবর || খুলনায় ট্রেনে কাটা পড়ে হিজবুল্লাহ(১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর খালিশপুর মুজগুন্নি এলাকার নেছারিয়া মাদ্রাসার বিপরীত পাশে এ ঘটনা ঘটে।সে বাগেরহাটের চিতলমারী এলাকার মো. রুহুল আমীনের ছেলে।
স্থানীয় ও নিহতের পরিবার জানায়,হিজবুল্লার মাথায় সমস্যা ছিলো।সে কিছুটা মানসিক প্রতিবন্ধী।সে রেললাইন দিয়ে হাটাহাটি করছিলো।ইতোমধ্যে খুলনা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী বেতনা এক্সপ্রেস ট্রেন আসলে পাশে দাঁড়িয়ে থাকা এক নারী ছেলেটিকে রেললাইন থেকে সরে যেতে বলে তবুও সে না সরার কারনে এদুর্ঘটনা ঘটে।
রেলওয়ে পুলিশের দৌলতপুর ফাঁড়ির ইনচার্জ মো. শফিকুল ইসলাম জানান, আজ দুপুর পৌনে ২টার দিকে খালিশপুর মুজগুন্নি নেছারিয়া মাদ্রাসার বিপরীত পাশে রেল লাইনে কাটা পড়ে হিজবুল্লাহ নামে এক জন নিহত হয়েছে।সে একটি গ্যাসের দোকানে কাজ করতো।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।