খুলনার খবর || খুলনা নগরীর জাতিসংঘ শিশু পার্ক চত্বরে আজ সোমবার (১২ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়েছে দুই দিনব্যাপী তথ্যমেলা।তথ্যমেলার এবারে স্লোগান “তথ্যের অধিকার সুশাসনের অঙ্গীকার”এই স্লোগানে সরকারি ব্রজলাল কলেজের সাবেক অধ্যক্ষ ও সনাক সদস্য অধ্যাপক মোহাম্মদ জাফর ইমাম এই মেলার উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কুমার মণ্ডল।এতে বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা-এর বিভাগীয় উপ-পরিচালক মো. মোসলেম উদ্দিন, রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) খুলনার পরিচালক জিনাত আরা আহমেদ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স খুলনার উপ-পরিচালক মামুন মাহমুদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সনাক-খুলনার অ্যাডভোকেট কুদরত-ই-খুদা এবং আলোচক হিসেবে বক্তব্য রাখেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর ক্লাস্টার কো অর্ডিনেটর ফিরোজ উদ্দিন।
উক্ত সভায় বক্তারা বলেন, তথ্যমেলা তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার জন্য গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।ওয়েব সাইটের মাধ্যমে এখন প্রায় সব তথ্যই সেবা গ্রহীতাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এটি দুর্নীতি হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
উদ্বোধনী দিনে তথ্য অধিকার আইন ২০০৯ এর যথাযথ বাস্তবায়ন ও ব্যাপক জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আলোচনা সভা ও দুর্নীতিবিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এবারের তথ্য মেলায় ২৪টি সরকারি ও ৩টি বেসরকারি প্রতিষ্ঠানসহ মোট ২৭টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক) খুলনা যৌথভাবে এ মেলার আয়োজন করেছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।