কুষ্টিয়া প্রতিনিধি || কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের লাহিনীপাড়ার একটি আমবাগান থেকে হযরত আলী (৩৩) নামে প্রবাস ফেরত এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।গতকাল সোমবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় লাশটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
হযরত উপজেলার যদুবয়রা ইউনিয়নের দক্ষিণ ভবানীপুর গ্রামের আব্দুল হান্নান শেখের ছেলে। মাসখানেক আগে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন তিনি। পরিবারের দাবি, হযরতকে পরিকল্পিতভাবে হত্যা করে আমবাগানে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে।
নিহতের স্বজনেরা জানায়,হযরত মাসখানেক আগে দেশে ফিরেছে।এতদিন শ্বশুর বাড়িতে ছিলো। পারিবারিক কলহের কারণে হযরত বাবার বাড়ি থাকে না। তেমন যোগাযোগও ছিল না। সকালে খবর পেয়ে এসে দেখে আমবাগানে হযরতের লাশ ঝুলছে। শ্বশুরবাড়ির লোকজন পরিকল্পিতভাবে হত্যা করেছে হযরতকে।
জানা গেছে,ঝিনাইদহ জেলার কন্যাদায় গ্রামের আব্দুল লতিফের মেয়ে মোছা. নিলা খাতুনের সঙ্গে হযরতের বিয়ে হয়েছিল। তাদের দুই সন্তান রয়েছে। বিয়ের পর স্বামী-স্ত্রী দুজনেই সৌদি আরব থাকতেন।
কুমারখালী থানার উপপরিদর্শক মো.ইমদাদুল হক বলেন, ঝুলন্ত মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে প্রকৃত ঘটনা জানা যাবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।