পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর || কেশবপুরের মঙ্গলকোট,বিদ্যানন্দকাটি,পাঁজিয়া,সুফলাকাটি,গৌরীঘোনাসহ বিভিন্ন ইউনিয়নে শান্তিপূর্ণ-ভাবে সরস্বতী পূজা অনু্ষ্ঠিত হয়েছে। বাণী অর্চনা,বিদ্যার দেবী শ্রী শ্রী সরস্বতী পূজা শণিবার দিনভর অনু্ষ্ঠিত হয়েছে। ধর্ম বিশ্বাসীদর অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী সরস্বতী পূজা। মাঘ মাসের শুক্ল পক্ষের পঞ্চমী তিথিতে সোনাতন ধর্ম বিশ্বাসীদের ঘরে ঘরে পুজিত হন দেবী সরস্বতী।
মঙ্গলকোট ইউনিয়ন,বিদ্যানন্দকাটি ইউনিয়নসহ বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন মন্দিরে,বাসাবাড়ীতে সরস্বতী পূজা অনু্ষ্ঠিত হয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সরস্বতী পূজা হওয়ার খবর পাওয়া গেছে।সনাতন ধর্মাবলম্বীদের মতে-সত্য, ন্যায় ও জ্ঞানলোকের প্রতিক। বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠার্থী। অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর চরণে “সরস্বতী মহাভাগে বিদ্যা কমললোচনে/ বিশ্বরুপে বিশালাক্ষী বিদ্যাংদেহী নমোস্তুতে”। এই মন্ত্র উচ্চারণ করে বিদ্যা ও জ্ঞান অর্জনের জন্য প্রনতি জানান ভক্তরা।
মঙ্গলকোট ও বিদ্যানন্দকাটি ইউনিয়নের মঙ্গলকোট মালোপাড়া পূজা মন্দির,বসুন্তিয়া অধ্যাপক কিশোর দেবনাথের বাড়ী,শিক্সক প্রদীপ দেবনাথের বাড়ী,কনক দে’র বাড়ী, মাষ্টার অরুণ বিশ্বাসের বাড়ী,বসুন্তিয়া সার্বজনীন পূজা মন্দির,বসুন্তিয়া সার্বজনীন বাঁশতলা পূজা মন্দির,বিদ্যানন্দকাটি সার্বজনীন পূজা মন্দির, বিদ্যানন্দকাটি সার্বজনীন গাছতলা পূজা মন্দির,হাড়িয়াঘোপ সার্বজনীন পূজা মন্দির,বাউশলা সার্বজনীন পূজা মন্দির, বিভিন্ন প্রতিষ্ঠানে সরস্বতী পূজা অনু্ষ্ঠিত হয়েছে। কোন কোন স্থানে পূরোহিত দ্বারা বাচ্চাদের হাতে খড়ি দেওয়ান হয়।
মঙ্গলকোট ইউনিয়নের পাথরা গ্রামের পূরোহীত বিমল আচার্য বলেন,আমাকে আজ চারটা স্থানে পূজা করতে হবে। মঙ্গলকোট গ্রামের নন্দদুলাল চক্রবর্তী জানান,আমি আজ পাঁচ বাড়ীতে পূজা করবো। অবসরপ্রাপ্ত শিক্ষক স্বপন চক্রবর্তী জানান,শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন বাড়ীতে পূজার সংখ্যা অন্য বছরের চেয়ে বেড়ে গেছে ফলে একটু বেশি চাপ পড়ে গেছে।
কেশবপুর উপজেলার ভালুকঘর গ্রামের পূরোহীত সুব্রত ভট্টাচার্য জানান,ব্রহ্মকাটি গ্রামের পূরোহিত রবি দেবনাথ ও সদানন্দ দেবনাথ জানান,আমরা দু’জন একসাথে পূজা করি। আমরা তিন যায়গায় পূজা করবো।
সুদুর সাতক্ষীরা জেলা থেকে বিদ্যানন্দকাটি ইউনিয়নে পূজা করতে এসেছেন ইউনিয়নের বিদ্যানন্দকাটি গাছতলা নামক স্থানে পূরোহীত অসিম কুমার ব্যানার্জি। বিদ্যানন্দকাটি ইউনিয়ন পূজা উৎযাপন কমিটির সভাপতি নিমাই চন্দ্র ঘোষের বাড়ী সংলগ্ন গাছতলায় পূজা করতে দেখা যায়। তিনি বলেন, বিদ্যানন্দকাটির ভক্তরা আমাকে দিয়ে পূজা করান ফলে দূর থেকে এখান পূজা করতে আসতে হয়।
একই দিনে বিশ্ব ভালবাসা দিবস, ফাগুন উৎসব, সরস্বতী পূজা ও সুন্দরবন দিবস।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।