সাগর কুমার বাড়ই,খুলনা || গতকাল ১৩ ফেব্রুয়ারী মঙ্গলবার সকাল ১১টার দিকে খুলনা জেলার রূপসা উপজেলার ঐতিহ্যবাহী রূপসা প্রতিবন্ধী বিদ্যালয় ও পূনর্বাসন কেন্দ্রে শীত বস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে জুম এ্যাপে প্রধান অতিথির বক্তৃতা করেন,খুলনা- ০৪ আসন থেকে বার বার নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব আব্দুস সালাম মূর্শেদী।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ও ইছামতি প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি মোঃ রবিউল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার আবুল কাশেম ডাবলু,ঘাটভোগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান মিজান,চাঁদপুর কলেজের সাবেক প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মনোয়ার হোসেন,তেরখাদা প্রেসক্লাবের সভাপতি জাতীয় সাংবাদিক সংস্থা (জাসাস) খুলনা বিভাগীয় কমিটির সিনিয়র সহ সভাপতি দৈনিক পূর্বাঞ্চল ও জাতীয় দৈনিক ইত্তেফাক পত্রিকার তেরখাদা প্রতিনিধি সাংবাদিক এস এম মফিজুল ইসলাম জুম্মান,প্রতিষ্ঠাতা সদস্য ও ডিকেএস ফাউন্ডেশনের পরিচালক ডাঃ খান মোঃ শফিকু্ল ইসলাম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আবু তালহা,বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোস্তাসনি বিল্লাহ পলাশ,সোনিয়া পারভীন,জুনিয়র শিক্ষক জাকির হোসেন,তানিয়া সুলতানা,মারিয়াম,মোস্তাফিজুর রহমান ,টুম্পা খানম,শিক্ষা সহায়ক ছিলেন আদরি খানম,মিস রিমা খানম,আলতাফ হোসেন,লিটন বাগচী,ফারজানাসহ বিদ্যালয়ের ছাত্র/ছাত্রী ও অভিভাবক মন্ডলী।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।