অতনু চৌধুরী(রাজু)বাগেরহাট জেলা প্রতিনিধি ||
বাগেরহাটের ফকিরহাট লকপুর এলাকায় অভিযান চালিয়ে ৯৪ কেজি গাঁজা, ১৫২০ পিস ইয়াবা ও ৩৩ বোতল ফেন্সিডিল জব্দ করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুলনা। এ ঘটনায় গতকাল ফকিরহাট থানায় মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো মোঃ ফয়সাল হোসেন (২৩) ও সোহেল রানা (২৬)। অভিযানের পূর্বে পালিয়েছে আক্তার মিয়া। ঘটনাস্থল থেকে ৯৪ কেজি গাঁজা, ১ হাজার ৫২০ পিস ইয়াবা, ৩৩ বোতল ফেন্সিডিল এবং মাদক সরবরাহে ব্যবহৃত দু’টি মোটরসাইকেল জব্দ করা হয়।
সূত্রে জানা গেছে, বুধবার বিকেল ৫’টার দিকে গোপন খবরের ভিত্তিতে বাগেরহাটের ফকিরহাট উপজেলার লকপুর এলাকার বিথি বেগমের বাড়ির দুইতলার ভাড়াটিয়া আক্তার মিয়ার বাসায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সেখান থেকেই মাদক উদ্ধার ও জব্দ করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুলনা বিভাগীয় অতিরিক্ত পরিচালক মোঃ আহসানুর রহমান অভিযানটি সার্বিকভাবে তত্ত্বাবধান করেন।
আসামিদের জিজ্ঞাসাবাদে তারা জানায় উক্ত বাড়ির ভাড়াটিয়া আক্তার মিয়ার পৃষ্ঠপোষকতায় দীর্ঘদিন ধরে তারা মাদক বিক্রি করছিল।
এ ঘটনায় ‘ক’ সার্কেলের উপ-পরিদশর্ক মোঃ রাকিবুল ইসলাম রাসেল বাদী হয়ে মোঃ ফয়সাল হোসেন (২৩) এবং সোহেল রানা (২৬) ও আক্তার মিয়ার (৩৫) নামে ফকিরহাট থানায় মাদক মামলা দায়ের করেছেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।