অতনু চৌধুরী(রাজু)বাগেরহাট জেলা প্রতিনিধি ||
বাগেরহাটের মোংলা উপজেলা প্রশাসন ও মোংলা পোর্ট পৌরসভার আয়োজনে তিন দিনব্যাপী অমর একুশে বইমেলা শুরু। এবং আগামী ২১ ফেব্রুয়ারি দুপুর সাড়ে ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এই বইমেলা।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে মোংলা শহীদ মিনার চত্বরে মোংলা উপজেলা প্রশাসন ও মোংলা পোর্ট পৌরসভার আয়োজনে তিন দিনব্যাপী অমর একুশে বইমেলা শুরু।
এই বইমেলায় উপস্থিত ছিলেন,মোংলা পোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান,মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা নারায়ন চন্দ্র পাল, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মো: হাবিবুর রহমান’সহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও পৌরসভার কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
তিনদিনের অমর একুশে বইমেলার কর্মসূচির মধ্যে আরো রয়েছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন, রচনা ও কুইজ প্রতিযোগিতা, স্বরচিত কবিতা আবৃত্তি, স্বনামধন্য কবির লেখা পাঠ, নতুন বইয়ের মোড়ক উন্মোচন এবং মোংলার স্থানীয় কবি সাহিত্যিকদের সম্মাননা প্রদান।
মোংলা পোর্ট পৌরভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান বলেন,ভাষা শহীদের স্মৃতির প্রতি সম্মান জানানো এবং দেশীয় সাহিত্য সংস্কৃতির প্রচার ও প্রসারের সবচেয়ে বড় মাধ্যম হলো বইমেলা। আমরা বইমেলা আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মকে বই পড়ার প্রতি উৎসাহিত করতে চাই।
তিনি আরো বলেন,স্থানীয় কবি সাহিত্যিক ও সাংস্কৃতিক কর্মীদের মিলনমেলা এবং মোংলাবাসীর সম্মিলিত অংশগ্রহণে পরিপূর্ণতা পাবে এই অমর একুশে বইমেলা।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।