অতনু চৌধুরী(রাজু)বাগেরহাট জেলা প্রতিনিধি ||
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন’সহ মোংলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
এ দিবসটি উপলক্ষ্যে বুধবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৮’টায় জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলনের পর মোংলা উপজেলা প্রশাসনের আয়োজনে বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য বেগম হাবিবুন নাহার এমপি’র নের্তৃত্ব প্রভাতফেরি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মোংলা পৌর কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছায়।
এসময় আশপাশের স্কুল-কলেজের শিক্ষক ছাত্র-ছাত্রী ও সামাজিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
এর আগে একুশের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য বেগম হাবিবুন নাহার এমপি।
এসময় উপস্থিত ছিলেন,বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য বেগম হাবিবুন নাহার এমপি, উপজেলা নির্বাহী কর্মকর্তা নারায়ণ চন্দ্র পাল,সহকারী কমিশনার (ভূমি) মোঃ হাবিবুর রহমান,মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) কে, এম আজিজুল ইসলাম, মোংলা পোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান,মোংলা উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার,মিঠাখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি মোঃ ইস্রারাফিল হাওলাদার,সুন্দরবন ইউনিয়নের ইউপি মেম্বার ও যুবলীগের সভাপতি খান আহাদুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস কামরুন নাহার হাই।এ ছাড়াও উপজেলা প্রশাসন,মুক্তিযোদ্ধা, মোংলা প্রেস ক্লাব,আওয়ামী লীগ’সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন নেতৃবৃন্দ ।
এ দিবসটি উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে শহীদ মিনার চত্বর ও মোংলা পোর্ট পৌরসভায় নেওয়া হয় কঠোর নিরাপত্তার ব্যবস্থা।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।