সাগর কুমার বাড়ই,খুলনা || খুলনা জেলার তেরখাদা উপজেলার তেরখাদা ক্লাস্টারের সম্মানিত সহকারী উপজেলা শিক্ষা অফিসার সমীর দাস মহোদয়ের পরিকল্পনায় ক্লাস্টারের ৫টি ভেন্যুতে একুশে বই মেলা ২০২৪ উৎসবের আয়োজন করা হয়।
উক্ত বই মেলাই প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার এম মতিয়ার রহমান।বিশেষ অতিথি উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার সমীর দাস ও ৫টি বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ ও কোমলমতি ছাত্র ছাত্রীবৃন্দ।
আটলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ” আমাদের বিদ্যালয়ে আমাদের বই মেলা ” শিরোনামে আটলিয়া সাবক্লাস্টারের ৫ টি বিদ্যালয় নিয়ে অনুষ্ঠিতব্য বই মেলা পরিদর্শন করেন উপজেলা শিক্ষা অফিসার মহোদয়।
আটলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্টলে সহকারী উপজেলা শিক্ষা অফিসার মহোদয়ের ভাঁজ পত্রের পাশাপাশি নাচুনিয়া জুনারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত সহকারী শিক্ষক শরীফ ইমরুল হকের কবিতা সংবলিত ভাঁজপত্র , আটলিয়া গ্রামের বিশিষ্ট কবি ও কলম সৈনিক হাসান পারভেজের কবিতাও প্রদর্শিত হয় একুশে বই মেলায়।
স্টলে এবং মেলা পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থেকে মেলা ও আমাদের স্টলকে গৌরবান্বিত করেছেন আটলিয়া গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট কলম সৈনিক ও সাহিত্যিক ডিএম মকিদ ও সহকারি শিক্ষক ও কবি শরীফ ইমরুল হক।
একুশে বই মেলা ~২০২৪ অনুষ্ঠানকে মডেল হিসেবে গ্রহণ করে আগামীতে বাংলাদেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে অমর একুশে বই মেলা ছড়িয়ে পড়ুক সেই প্রত্যাশাই ব্যক্ত করেছেন সবাই।উক্ত বই মেলায় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।