মোঃ রুবেল শেখ,দিঘলিয়া প্রতিনিধি || জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে খুলনার দিঘলিয়া থানাধীন সেনহাটি ইউনিয়নস্থ কাটানিপাড়ার শরিফুল ইসলাম পক্ষের সঙ্গে মুজাফফর হোসেন পক্ষের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
অদ্য ২৩-০২-২০২৪ ইং তারিখ শুক্রবার সকাল আনুমানিক সাড়ে ১০টায় দিঘলিয়ার কাটানিপাড়া মাঠ সংলগ্ন সাবেক মেম্বার বাবুল আক্তারের বাড়ির পাশে পুকুরে মাছ মারাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের জেরে মারামারি সংগঠিত হয়ে শরিফুল ইসলাম পক্ষের তিনজন এবং মুজাফফর হোসেন পক্ষের দুইজন মোট ৫ জন গুরুতর জখম হয়েছে। জখম কৃতরা হলেন, সেনহাটি কাটানি পাড়া গ্রামের শরিফুল ইসলাম পক্ষের শরিফুল ইসলাম (৪০) পিতা- মোঃ নুর ইসলাম, মনিরুল ইসলাম (৩৬) পিতা- মোঃ নুর ইসলাম, রবিউল ইসলাম (৪৯) পিতা- মোঃ নুর ইসলাম এবং মোজাফফর হোসেন পক্ষের সেনহাটি কাটানি পাড়া গ্রামের মুজাফফর হোসেন(৫০)পিতা- মৃত সৈয়দ আহম্মদ এবং মাহফুজুর রহমান ছোট (২৪) পিতা- মুজাফফর হোসেন। মারামারিতে আরো কিছু লোক আহত হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা যায়।
জখম কৃতদের দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খুলনা ২৫০ বেড মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
এবিষয়ে উক্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। দিঘলিয়া থানা পুলিশ এ বিষয়ে অবগত আছে এবং ঘটনাস্থল পরিদর্শন করেছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।