মোঃ মনির খান,স্টাফ রিপোর্টার || আজ সোমবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১২:৪০ মিনিটে নগরীর পিকচারপ্লেস মোড় এলাকায় জলিল টাওয়ারের পূর্ব পাশ থেকে খুলনা হ -১৩-৮২৩৯ হিরো ১০০ সিসি মোটরসাইকেলটি চুরি হয়।যার চেসিস নাম্বার ০২৪৫৩ এবং ইঞ্জিন নাম্বার ৯ এফ ০০৬১৪।
মোটরসাইকেল মালিকের নাম নিবানন রায়।তার পিতা নিরঞ্জন রায়।গ্রাম উত্তর শৈলমারী।
নিবানন রায় বলেন, উক্ত গাড়িটি জলিল টাওয়ারের নিচে রেখে মালামাল ক্রয় করতে যান ১০ মিনিট পরে এসে গাড়িটি আর পাওয়া যায়নি। পরে নিবানন রায় খুলনা সদর থানায় সাধারণ ডায়েরি দাখিল করেন। জিডি নাম্বার ১৭৮৪।এস আই কনক জানান গাড়িটি উদ্ধারের চেষ্টা করছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।