পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর || “স্মার্ট হবে সরকার, নিশ্চিত হবে সেবার অধিকার” প্রতিপাদ্য বিষয়ে কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা পরিষদের সহযোগিতায় জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারী) সকালে এ উপলক্ষে র্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে নির্বাহী অফিসার মোঃ তুহিন হোসেনের সভাপতিত্বে এবং ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদের সচিব ইমরান হোসেন-এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ কাজী রফিকুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,পৌর মেয়র রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান পলাশ মল্লিক,উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম মোল্যা ও কেশবপুর সদর ইউপি চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দীন আলা।আরও বক্তব্য রাখেন কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের সচিব হুমায়ুন কবির ও গ্রাম পুলিশ আতিয়ার রহমান।
উপস্থিত ছিলেন,কেশবপুর সরকারি ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান,কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ,ওয়ার্ডের নির্বাহী পরিচালক সৈয়দ আকমল আলী প্রমুখ। বিভিন্ন ইউনিয়ন থেকে সেবা ও উন্নতির রূপকার উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার,স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন ব্যবহার করুন সারাজীবন সুস্থ্য থাকুন,আপনার আঙ্গিনার চারপাশ পরিস্কার-পরিচ্ছন্ন রাখুন ডেঙ্গু থেকে সুরক্ষিত থাকুন, শিশুর জন্মগ্রহণের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন শিশুর ১ ম অধিকার, সময়মত ইউপি কর দিন নির্বিঘ্নে সেবা নিনসহ বিভিন্ন ফেস্টুন হাতে নিয়ে র্যালিতে অংশগ্রহণ করেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।