বাগেরহাট প্রতিনিধি || বাগেরহাট সদরের পাটগাতি-বাগেরহাট আঞ্চলিক মহাসড়কের মুনিগঞ্জ টোলপ্লাজা সংলগ্ন ইট ভাটার প্রধান গেট এর সামনে থেকে সদর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও বিষ্ণুপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নকীব আকবর আলীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পথচারীরা।
মঙ্গলবার (২৭ফেব্রুয়ারী) রাত আটটার দিকে মোটরসাইকেল আরোহীরা তাকে রক্তাক্ত অবস্হায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখে দ্রুত বাগেরহাট জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতঃ ঘোষনা করেন।
সংবাদ পেয়ে বাগেরহাট সদর মডেল থানা পুলিশ হাসপাতালে এসে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য বাগেরহাট জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। মরদেহের মুখে একাধিক ক্ষত চিন্হ রয়েছে এবং ঘটনাস্হলে ব্যাপক রক্তক্ষরনের চিন্হ রয়েছে।
স্বজনদের দাবি,স্হানীয় একটি গ্রুপের সঙ্গে মামলা সংক্রান্ত জেরে তাকে হত্যা করে রাস্তার পাশে ফেলে রাখা হয়েছে।
আওয়ামীলীগ নেতার মরদেহ উদ্ধারের সংবাদ পেয়ে বাগেরহাট জেলা, উপজেলা, পৌর আওয়ামীলীগের নেতৃবৃন্দ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হাসপাতালে এসে ভীড় জমান। তারা নিহতের এই বিষয়টির সঠিক তদন্ত দাবি করেন।
পুলিশ জানিয়েছে,ময়না তদন্তের আগে প্রাথমিকভাবে এটি সড়ক দুর্ঘটনা নাকি হত্যাকান্ড তা বলা যাচ্ছেনা।তবে প্রকৃত ঘটনা উদ্ধারে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা তদন্ত শুরু করেছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।