সরদার বাদশা,নিজস্ব প্রতিবেদক || খুলনা ডুমুরিয়ায় চুকনগর থেকে ১কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী সিদ্দিক শেখ (৩০) কে গ্রেফতার করেছে ডুমুরিয়ার থানা পুলিশ।গতকাল ২৯শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে উপজেলার খুলনা-চুকনগর মহাসড়কের চাকুন্দিয়া দোকান ঘর মোড় হতে গাঁজাসহ তাকে গ্রেফতার করে। সে ডুমুরিয়া থানাধীন চাকুন্দিয়া গ্রামের শহিদুল ইসলাম শেখ ওরফে খোকনের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন,এসআই বিশ্বজিত কুমার পাল। তিনি জানান,গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন যে, মাদক কারবারি সেন্ডিকেট গাঁজা বেচা কেনার প্রস্তুতি নিচ্ছে।এমন খবর পেয়ে তার নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনা স্থলে পৌছায়।কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যাবসায়ী সিদ্দিক শেখের হাতে থাকা একটি ব্যাগের ভিতর রাখা গাঁজা নিয়ে পালিয়ে যাওয়ার চেস্টা করে।পুলিশ কৌশলে তাকে আটক করে। এসময় তার কাছে থাকা বাজার করা ব্যাগের মধ্যে পলিথিন দিয়ে মোড়ানো এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এই বিষয়ে জানতে চাইলে থানা অফিসার ইনচার্জ সুকান্ত সাহা জানান,আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু হয়েছে। আদালতের মাধ্যমে আসামিকে জেল হাজতে পাঠানো হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।