অতনু চৌধুরী(রাজু)বাগেরহাট জেলা প্রতিনিধি ||
বাগেরহাটের কচুয়ায় এক শিশুকে যৌন নিপীড়নের ঘটনায় সালাম মোল্লা(৫৫) নামের এক ব্যাক্তি আটক।শুক্রবার (০১- মার্চ)সকাল ৯’টায় বাগেরহাট জেলার কচুয়া উপজেলার বয়ারসিংগা গুচ্ছ গ্রামে এ ঘটনা ঘটে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, সকাল ৯টায় গুচ্ছ গ্রাম বয়ারসিংগা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৯ বছরের শিশুটি খেলাধুলা শেষ করে সকাল সাড়ে ১০টায় শিশুটি বাড়ি ফেরার পথে অভিযুক্ত সালাম মোল্লা(৫৫) শিশুটিকে ২০ টাকার লোভ দেখিয়ে হাত ধরে তার বসতঘরে টেনে নিয়ে যৌন কামনা চরিতার্থ করার উদ্দেশ্যে খাটের উপর শুইয়ে শিশুটির স্পর্শকাতর স্থানে হাত দেয়।এসময় শিশুটি চিৎকার করে তার হাতে থাবা দিলে অভিযুক্ত সালাম মোল্লা ভয়ে শিশুটিকে ছেড়ে দিলে শিশুটি দৌড়ে ঘর থেকে পালিয়ে যায়।পরবর্তীতে শিশুটি বিস্তারিত ঘটনা বাড়িতে গিয়ে তার দাদিকে জানায়।
এ সময় স্থানীয় লোকজন বিষয়টি শুনে অভিযুক্তের বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করার সময় এলাকাবাসী অভিযুক্তের এহেন আচরণে ক্ষিপ্ত হয়ে তাকে কিল ঘুসি মারে।এতে অভিযুক্ত সালাম মোল্লা সামান্য আহত হওয়ায় তাকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা শেষে আটক করে কচুয়া থানা পুলিশ।এঘটনায় শিশুটির দাদা মুঞ্জুর আলী(৭০) বাদী হয়ে কচুয়া থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন।মামলা নং ০১ তাং ০১/০৩/২৪,ধারা-না: শিনি:দ:আইন ১০ ধারা।
এ বিষয়ে কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মহসীন হোসেন আমাদের বলেন, একটি শিশুকে যৌন নিপীড়নের ঘটনায় থানায় মামলা হয়েছে এবং আমরা অভিযুক্ত ব্যাক্তিকে আটক করেছি। আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।