তেরখাদা প্রতিনিধি || গতকাল ৪ মার্চ সোমবার সকাল ১১ টার দিকে খুলনার তেরখাদা উপজেলা প্রশাসনের উদ্যোগে পবিত্র মাহে রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য নিয়ন্ত্রণ এবং আইন শৃঙ্খলা রক্ষা কল্পে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার বিভিন্ন বাজারের ব্যবসায়ী ও বণিক সমিতির সদস্যবৃন্দদের নিয়ে এক মতবিনিময় সভা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মারুফা বেগম নেলী এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ শহীদুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তৃতা করেন,উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান তেরখাদা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক মোঃ শারাফাত হোসেন মুক্তি,থানার অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন, মহিলা ভাইসচেয়ারম্যান নাজমা খাঁন, কাটেঙ্গা বাজার বণিক সমিতির সভাপতি অবঃ কাস্টমস সহকারী কমিশনার আব্দুল্যা আল মাহমুদ সাবু,ইউপি চেয়ারম্যান যথাক্রমে এফ এম অহিদুজ্জামান,কে এম আলমগীর হোসেন,মোঃ বুলবুল আহমেদ,তেরখাদা প্রেসক্লাবের সভাপতি ও নিউজ-২১ টেলিভিশনের সাংবাদিক মফিজুল ইসলাম জুম্মান,কাটেঙ্গা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা ভুট্টো,শেখপুরা বাজার বণিক সমিতির সভাপতি শেখ শারাফাত হোসেন সহ আরও অনেকে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।