মোঃ ফসিয়ার রহমান,পাইকগাছা প্রতিনিধি || খুলনার পাইকগাছায় লতা ইউনিয়নের গয়সা খাল, পোদানদী খনন ও অবৈধ দখল মুক্ত করার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে লতা ইউনিয়নবাসীর আয়োজনে ওয়াজেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে গয়সা খালের পাড়ে সাবেক ইউপি সদস্য সাংবাদিক কৃষ্ণ রায়ের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন এ্যাডভোকেট এফএমএ রাজ্জাক। সাবেক ছাত্রনেতা পল্লী চিকিৎসক নিউটন মিস্ত্রীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক গোপাল বিশ্বাস, সাবেক প্রধান শিক্ষক সূর্যকান্ত সরকার, শিক্ষক সিরাজুল ইসলাম, প্রভাষক রেজাউল করিম, আওয়ামী লীগ নেতা সোহরাব হাওলাদার, যুবলীগ নেতা আলহাজ্ব অহেদুজ্জামান মোড়ল, প্রভাষক কামাল হোসেন, মিলটন বিশ্বাস, সাবেক মেম্বর কালীদাস মন্ডল, যুবনেতা মানস মন্ডল, কুমারেশ সরকার, যুবনেতা প্রেমাংশু সরকার, জয়ন্তী সরকার, সুচিত্রা সরকার, সুশান্ত দফাদার, দেবব্রত শীল, হরিচাঁদ সরকার, সুব্রত তরফদার, দিলীপ সরকার, অনিমেষ মন্ডলসহ স্হানীয় শত শত বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মানববন্ধনে উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন ১৯ একরের গয়সা খাল খননের জন্য ২০২০ সালে ১৯ লক্ষ ৮৩ হাজার টাকা বরাদ্দ হলে কোন এক অদৃশ্য কারণে খাল খনন হয়নি। ১৯ একরের গয়সা খাল ও ৫৫ একরের যার দৈর্ঘ প্রায় ৭ কিলোমিটার। এ নদী ও খাল পলি জমে প্রায় ভরাট হওয়ার উপক্রম হয়েছে। ফলে বৃষ্টির পানি সরানোর ব্যপক বাঁধাগ্রস্ত হচ্ছে। তার উপর কিছু প্রভাবশালী ব্যক্তি নদী ও খালে নেট পাটা দিয়ে মাছ চাষ করার কারনে পানি প্রবাহে পরিকল্পিতভাবে বাঁধা সৃষ্টি করছে। পানি বদ্ধ থাকার কারনে ঘর বাড়ি প্লাবিত হয়। পানি বদ্ধ থাকার জন্য হাজার হাজার বিঘা জমিতে ধান চাষ করতে পারছেনা সাধারণ কৃষকরা। অচিরেই খাল-নদী থেকে নেট পাটা অপসরন না করলে বৃহত্তর আন্দোলনের ঘোষনা দেন বক্তারা।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।