শেখ খায়রুল ইসলাম,কপিলমুনি প্রতিনিধি || খুলনার পাইকগাছায় বর্ণাঢ্য র্যালি,বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে মাল্যদান,আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে পালিত হলো ঐতিহাসিক ৭ই মার্চ জাতীয় দিবস-২০২৪। বৃহস্পতিবার (৭ই মার্চ) সকালে বর্ণাঢ্য র্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে বঙ্গবন্ধু স্বাধীনতা ও একুশে মঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও ম্যুরালে সকলে শ্রদ্ধা নিবেদন করে।পরে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন এর সভাপতিত্বে আলোচনা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু।
এ সময় আরো উপস্থিত ছিলেন,থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান,অধ্যক্ষ সমরেশ রায়,বীর মুক্তিযোদ্ধা আ. রাজ্জাক মলঙ্গী,প্যানেল মেয়র শেখ মাহবুবুর রহমান রঞ্জু,উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা,কৃষি কর্মকর্তা কৃষিবিদ অসীম কুমার দাশ,প্রাণি সম্পদ কর্মকর্তা বিষ্ণুপদ বিশ্বাস, বন কর্মকর্তা প্রেমানন্দ রায়,সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ,পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আঃ আল মামুন,পিআইও ইমরুল কায়েস,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহাজাহান আলী শেখ, ডিজিএম মোঃ ছিদ্দিকুর রহমান,পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা বিপ্লব কান্তি দাশ,খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান,মহিলা কর্মকর্তা রেশমা আক্তার,ইউআরসি ইন্সট্রাক্টর মোঃ ঈমান উদ্দীন,আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাঃ মৌলুদা খাতুন, উপাধ্যক্ষ মিহির বরণ মন্ডল সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।