অতনু চৌধুরী(রাজু)বাগেরহাট জেলা প্রতিনিধি ||
নারীর সমঅধিকার, সমসুযোগ-এগিয়ে নিতে হোক বিনিয়োগ’ এ প্রতিপাদ্যের আলোকে বাগেরহাটের মোল্লাহাটে শোভাযাত্রা ও আলোচনা সভার মাধ্যমে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস ২০২৪ পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলার কাচনা আশ্রয়ণ প্রকল্পে এ নারী দিবস পালিত হয়।
দিবসটি পালনের শুরুতে শুক্রবার (৮’ই মার্চ) সকাল ১১ টায় বর্ণাঢ্য এক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এরপর আশ্রয়ণ প্রকল্পের চত্বরে দিবসের তাৎপর্য বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা। এছাড়া উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন অনুষ্ঠানের সমন্বয়কারী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুনিয়া আখতার, জাতীয় মহিলা সংস্থার সভানেত্রী আম্বিয়া খাতুন, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, সাংবাদিক আবদুল্লাহ ফারুক, জাতীয় মহিলা সংস্থার ফিল্ড কর্মী হাবিবুর রহমান, ইউপি সদস্য শাহা আলী, সুরাইয়া, মাখন প্রমুখ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।