নিউজ ডেস্ক || আসন্ন পবিত্র ঈদুল ফিতরে টানা ৬ দিনের ছুটি পেতে পারেন সরকারি চাকরিজীবীরা। রমজান মাস ২৯ দিনের হলে টানা ৬ দিন ছুটি পাওয়া যাবে। আর রমজান মাস ৩০ দিনের হলে টানা ৫ দিনের ছুটি নিশ্চিতভাবে পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে,ঈদের দিন সাধারণ ছুটি থাকে। ঈদের আগের দিন এবং পরের দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি ভোগ করেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
এবার রমজান মাস ৩০ দিন হলে ঈদুল ফিতর হবে ১১ এপ্রিল বৃহস্পতিবার।সে হিসেবে ১০,১১ ও ১২ এপ্রিল (বুধ, বৃহস্পতি,শুক্র) ঈদুল ফিতরের সরকারি ছুটি নির্ধারণ করা হয়েছে।কিন্তু পরের দিন ১৩ এপ্রিল শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় ৪ দিন ছুটি হয়ে যাচ্ছে। এর পরদিন ১৪ এপ্রিল (রোববার) বাংলা নববর্ষের ছুটি। সে হিসেবে টানা ৫ দিন ছুটি থাকবে।
তবে, রমজান মাস ২৯ দিনের হলে ঈদুল ফিতর হবে ১০ এপ্রিল (বুধবার)। সেক্ষেত্রে ঈদের ছুটি শুরু হবে ৯ এপ্রিল (মঙ্গলবার) থেকে। তাহলে টানা ৬ দিন ছুটি ভোগ করতে পারবেন সরকারি চাকরিজীবীরা।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।