খুলনার খবর || আজ ১৪ মার্চ বৃহস্পতিবার সকাল ১১ টা ৩০ মিনিটে খুলনা নগরীর ভৈরব নদী তীরবর্তী ৬নং ঘাটস্থ বিআইডবিøউটি এ ঘাট প্রাঙ্গনে আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এনভায়রনমেন্ট ক্লাব আমেরিকান কর্নার খুলনা,ছায়াবৃক্ষ, পরিবর্তন খুলনা,বিডি ক্লিন,ভলান্টিয়ার ফর বাংলাদেশ এর অংশগ্রহণে নদী কৃত্য দিবসের উদ্যেশ্য সম্পর্কে আলোচনা করে। ছায়াবৃক্ষের প্রধান নির্বাহী মাহবুব আলম বাদশার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন,বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলার) খুলনা বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল,আমেরিকান কর্নার খুলনার উপদেষ্টা ফারজানা রহমান,কো-অর্ডিনেটর তানজিম খান,পরিবেশ সুরক্ষা মঞ্চের সদস্য খলিলুর রহমান সুমন প্রমূখ।
বক্তারা বলেন,পৃথিবীর প্রাণ বৈচিত্র্য,পরিবেশ,প্রতিবেশ টিকিয়ে রাখতে হলে নদী বাঁচাতে হবে। ১৯৯৮ সাল থেকে নদীর প্রতি মানুষের করণীয়,দায়িত্ব,দায়বদ্ধতা,আইনি অধিকার ইত্যাদিকে স্মরণ করিয়ে দেয়ার জন্যই বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে। বাংলাদেশ নদীমাতৃক দেশ হিসেবে নিজেদের অস্তিত্ব রক্ষার স্বার্থেই নদীগুলোকে বাঁচাতে হবে। নদী দখল এবং দূষণ মুক্ত করতে হবে। নদীকে একটি জীবন্ত সপ্তাহ হিসেবে মূল্যায়ন করতে হবে। নদীকে নদীর মত চলতে দিতে হবে। নদীকে অবৈধ দখল মুক্ত করতে হবে। নদী আমাদের ঐতিহ্য এবং অস্তিত্ব। নদীর বিকল্প নদী ছাড়া ভিন্ন কিছু নয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।