রেজোয়ান মাহমুদ,শার্শা প্রতিনিধি || যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে সোনা পাচারের সময় ইছামতী নদীতে ডুবে যাওয়া মশিয়ার রহমানের লাশ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মশিয়ারের শরীরে বেঁধে রাখা ৫ কোটি টাকা মূল্যের ৫ কেজি ২০০ গ্রাম ওজনের ৪০টি সোনার বার উদ্ধার হয়েছে। গতকাল বুধবার দুপুরে শার্শার অগ্রভুলোট সীমান্তের ইছামতী নদী থেকে ২১ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা লাশটি উদ্ধার করেন।গত রোববার বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন মশিয়ার। গতকাল ইছামতী নদীতে তার লাশ ভেসে উঠে।
স্থানীয়রা জানান,গত রোববার বাড়িতে ছিলেন গোগার হরিসচন্দ্রপুর গ্রামের বাসিন্দা মশিয়ার। এদিন তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান একই এলাকার কয়েকজন বাসিন্দা। পরে নদীপথে ভারতে সোনা পাচারের সময় ডুবে যান তিনি। খবর পেয়ে পুলিশ, বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ডুবুরি দল দিয়ে দুই দিন নদীতে তল্লাশি চালিয়েও লাশ উদ্ধার করতে পারেনি। ঘটনার চার দিন পর গতকাল নদীতে মশিয়ারের লাশ ভেসে উঠলে বিজিবি সদস্যরা মরদেহ উদ্ধার করেন।
শার্শা থানার ওসি মনিরুজ্জামান জানান,বিজিবি সদস্যরা থানায় লাশ হস্তান্তর করার পর ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।